বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে!
সমাজ বিকাস সংবাদ!
নয়াদিল্লী,
বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে!
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৪শে ডিসেম্বর বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন।
এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধ্ংগার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক উপস্থিত থাকবেন।
এই প্রসঙ্গে জেনে রাখা উচিত যে বিশ্বভারতীর স্থাপিত হয়েছিল বাঙালীর রত্ন কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ এর উদ্যোগে!
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী!
বিশ্বভারতী দেশের সবথেকে পুরানো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
১৯৫১ সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এবং সংসদীয় আইন অনুযায়ী জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়।
গুরুদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনুশাসন মেনে ধীরে ধীরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হয়েছে।
বিশ্বভারতী র সঞ্চালন প্রণালী অনুযাই ভারতের প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আচার্য পদাসীন রূপে প্রতিষ্ঠিত থাকেন।
…
বিশ্বভারতী র আচার্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে!
समाज, समाज विकास, समाज संवाद, विकास, विकास संवाद, संवाद,
samaj, samaj vikas, samaj samvad, vikas, vikas samvad, samvad,
সমাজ, সমাজ বিকাস, সমাজ সংবাদ, বিকাস, বিকাস সংবাদ, সংবাদ, সমাজ বিকাস সংবাদ
Some times its a pain in the ass to read what website owners wrote but this internet site is rattling
user friendly!