বাংলায় বিজেপির ডালে মুকুল হয়ে ফুটতে পারে সবং লোকসভার উপ নির্বাচন!
BJP’s Lok Sabha by-election in Bengal may become a chance for Mukul Roy to blossom !
সমাজ বিকাস সংবাদ
কলকাতা ,
বাংলায় বিজেপির ডালে মুকুল হয়ে ফুটতে পারে সবং লোকসভার উপ নির্বাচন!
পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ইলেকশনের আগে সবং লোকসভার উপনির্বাচন
সদ্য বিজেপিতে যোগ দেওয়া ভারতের পূর্ব রেলমন্ত্রী মুকুল রায়ের জন্য অগ্নিপরীক্ষা !
এখান থেকেই শুরু হবে মুকুল রায় বনাম মমতা ব্যানার্জি র রাজনৈতিক দৈরথ ,
ভবিষ্যতে কে হবেন বাংলার কান্ডারী, কাকে বাংলার মানুষ নিজেদের সমর্থন দেবে ;
সে ছবিও পরিস্কার হতে চলেছে এই সবং লোকসভার উপনির্বাচন থেকে !
কংগ্রেস এর পূর্ব রাজ্য সভাপতি এবং লোকসভা সদস্য মানস ভুঁইয়া কংগ্রেস
ছেড়ে তৃনমূল এ দলবদল এর পার থেকে এই লোকসভা আসন তো প্রতিনিধি শুন্য !
মানস ভুঁইয়ার স্ত্রী শ্রীমতি গীতা ভুঁইয়া কে প্রাথী করে তৃনমূল কংগ্রেসও কোনো রকম
সুযোগ ছেড়ে দিতে রাজি নয়! আর তার কারণ আর কেউ না জানুক;
কিন্তু মমতা ব্যানার্জি খুব ভালো ভাবেই জানেন মুকুল রায়ের সংগঠন ক্ষমতা ,
আর তাই তৃনমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্ব সবং উপনির্বাচন এর উপর
তিক্ষ্ন নজর রেখে চলেছে !
মুকুল রায়ের জন্য এই উপনির্বাচন তার রাজনৈতিক জীবনের দ্বিতিয় অগ্নিপরীক্ষা!
মুকুল রায়ের জন্য এই উপনির্বাচন তার রাজনৈতিক জীবনের দ্বিতিয় অগ্নিপরীক্ষা ,
প্রথম বার তার সঙ্গে যিনি হাতে হাত মিলিয়ে সি পি এম নেতৃত্বের বামপন্থী সরকার
কে উপরে ফেলতে সাহায্য করেছিলেন সেই মমতা দেবির সঙ্গেই যে এবারের
রাজনৈতিক যুদ্ধ ; এবং এই যুদ্ধে জেতার জন্য দুই পক্ষই যে কতটা উন্মুখ তা
দুজনের নির্বাচন কৌশল দেখলেই বুঝতে পারা যাবে !
এক দিকে শুভেন্দু অধিকারী , পার্থ চ্যাটার্জী, সুব্রত বক্সী র মতো শীর্ষ নেতা দের
ঘাটি গেড়ে বসা; অন্য দিকে খোদ তৃনমূল নেত্রীর তিক্ষ্ন দৃষ্টি ; সঙ্গে মানস ভুঁইয়ার
নিজের ঘরের সুবিধা!
বিজেপির পক্ষে মুকুল রায়ের সংগঠন দক্ষতা সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
নেতৃত্ব এবং প্রার্থী হিসাবে পূর্ব সি পি এম এর মেদিনীপুর জেলা পরিসদের সভানেত্রী
শ্রীমতি অন্তরা ভট্টাচার্য কে তুলে ধরা ; এই ধরনের রাজনৈতিক নিয়োজন
সবং লোকসভা উপনির্বাচন কে পশ্চিম বঙ্গের রাজনৈতিক রংমঞ্চে
নতুন পরিবর্তন এর দিক নির্দেশ করছে !
মুকুল রায়ের হারানোর কিছু নেই ; কিন্তু পাওয়ার আছে অনেক!
সবং থেকে মুকুল রায়ের হারানোর কিছু নেই ; কিন্তু পাওয়ার আছে অনেক কিছু ,
অন্য দিকে মমতা মমতা ব্যানার্জির পাওয়ার কিছুই নেই কিন্তু অঘটন কিছু ঘটলে
হারাতে হবে অনেক কিছু !
সবং এর ফল যদি তৃনমূলের বিরুদ্ধে যায় তা হলে সেটাই হবে তৃনমূলের
রাজনৈতিক ভবিষ্যতের উপর খুব বারো একটা প্রশ্ন চিহ্ন ! আর তাই তৃনমূল নেত্রী
কোনো রকম হাল ছাড়তে রাজি নন !
আপাতত বাংলার মানুষ চেয়ে থাকলো সবং এর থেকে কোন রং জেতে সেটা দেখার জন্য ,
কারণ এর উপরেই নির্ভর করছে আপামর বঙ্গ বাসীর রাজনৈতিক দিশা এবং দশা !
…
সমাজ বিকাস সংবাদ, বাংলায়_বিজেপির_ডালে, সবং_লোকসভার, উপ_নির্বাচন,
Development News, India Development News, Indian Development News,
samaj, samaj vikas, samaj samvad, vikas, vikas samvad, samvad.
সমাজ, সমাজ বিকাশ, সমাজ সংবাদ, বিকাশ,বিকাশ সংবাদ, সংবাদ, সমাজ বিকাশ সংবাদ
New India News, Samaj Ka Vikas,
[…] থেকেই প্রমাণিত যে বঙ্গের জনসাধারনের কাছে নিজের স্বাধীনতা […]