কে জিতবে পশ্চিমবঙ্গে? লোকসভা ভোটের সুচি-দেখে নিন কবে, কোথায় হবে ভোট!
Who will win West Bengal? Lok Sabha voting schedule – take a look at when, where the vote will be!
সমাজ বিকাস সংবাদ !
নিউ দিল্লী ,
কে জিতবে পশ্চিমবঙ্গে ? লোকসভা ভোটের সুচি-দেখে নিন কবে, কোথায় হবে ভোট!
ভারতের মুখ্য চুনাব আয়োগ লোকসভা ভোটের দিনক্ষণ বলে দিয়েছে,
এবারের ভোট পশ্চিমবঙ্গের শাষক দল তৃনমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাষক বি জে পি; এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় !
কংগ্রেস অথবা বামপন্থী দল গুলোর কোনো রকম প্রভাব পরার মতো এখনো সেরকম কিছু পশ্চিম বঙ্গে দেখা যায়নি!
এমতাবস্থায় পশ্চিম বঙ্গের তপ্ত রাজনৈতিক পরিস্থিতি দেখে চুনাব আয়োগ ৭ দফায়ে রাজ্যে মতদান করানোর সিদ্ধান্ত নিয়েছে !
পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সুচি! পশ্চিমবঙ্গের কোন আসনে, কবে, কোথায় হচ্ছে ভোট!
নিচের সূচী তে দেখে নিন পশ্চিমবঙ্গের কোন আসনে, কবে, কোথায় হচ্ছে ভোট!
প্রথম দফা-
কোচবিহার, আলিপুরদুয়ার।
ভোটগ্রহণ- ১১ এপ্রিল।
দ্বিতীয় দফা-
জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ।
ভোটগ্রহণ- ১৮ এপ্রিল।
তৃতীয় দফা-
বালুরঘাট, মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।
ভোটগ্রহণ – ২৩ এপ্রিল।
চতুর্থ দফা-
বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।
ভোটগ্রহণ- ২৯ এপ্রিল।
পঞ্চম দফা-
বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।
ভোটগ্রহণ- ৬ মে।
ষষ্ঠ দফা-
তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর ও মেদিনীপুর।
ভোটগ্রহণ – ১২ মে।
সপ্তম দফা-
দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ।
ভোটগ্রহণ ১৯ মে।
—
#সমাজ_বিকাস_সংবাদ, পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সুচি, #পশ্চিম বঙ্গ, #অসম, #ত্রিপুরা,
Amazing Amazon News, Samaj Vikas Samvad, New India News, Samaj Ka Vikas,
samaj, samaj vikas, samaj samvad, vikas, vikas samvad, samvad.
সমাজ, সমাজ বিকাশ, সমাজ সংবাদ, বিকাশ,বিকাশ সংবাদ, সংবাদ, সমাজ বিকাশ সংবাদ
व्यापार संवाद, आयुर्वेद संवाद, गैजेट्स संवाद, समाज विकास संवाद
[…] মমতার বাংলায় – স্কুল এখন ইসলামী জামাত-এর আওতায়! […]