মমতার বাংলায় – স্কুল এখন ইসলামী জামাত-এর আওতায়!
In Mamta’s Bengal – Schools are now under Islamic Jamaat!
সমাজ বিকাস সংবাদ!
নিউ দিল্লী,
মমতার বাংলায় – স্কুল এখন ইসলামী জামাত-এর আওতায়!
২০ ডিসেম্বর : হুমকির জেরে সাতদিন বন্ধ ছিল স্কুল। তা খোলার অনুমতি দেওয়া হল।
তবে শর্ত, স্কুলের ভিতরে নবি দিবস পালন করতে দিতে হবে।
ঘটনাস্থল উলুবেড়িয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয়। স্কুলের অচলাবস্থা কাটাতে আজ
বিকেলে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে স্কুল ও ফুরফুরা শরিফ কর্তৃপক্ষের
সঙ্গে বৈঠকে বসে প্রশাসন।
সেখানে সিদ্ধান্ত হয়, এবছর স্কুলের ভিতরে ১৫ মিনিটের জন্য নবি দিবস
পালন করতে দেওয়া হবে। তবে, স্কুলে টাঙানো যাবে না ধর্মীয় পতাকা। স্কুল সূত্রে খবর,
এই শর্তে আগামীকাল থেকে খুলছে স্কুল। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক
আনশুল গুপ্তা, ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি ও প্রধান শিক্ষক
উৎপল ভৌমিক।
বৈঠকের পর প্রধান শিক্ষক উৎপল ভৌমিক বলেন, মহকুমাশাসক আনশুল গুপ্তার
উপস্থিতিতে দু-পক্ষের আলাপ আলোচনার পর স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এখন বিদ্যালয়ে মাধ্যমিকের ফর্ম ফিলাপ চলছে। সেকারণে, ধর্মীয় অনুষ্ঠানটি
পরে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, বৈঠকে উপস্থিত থাকলেও
এই নিয়ে মুখ খুলতে চাননি ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি।
উলুবেড়িয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয়ে নবি দিবস পালনের দাবি জানায় স্থানীয় লোকজন।
গত ১৩ ডিসেম্বর, উলুবেড়িয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয়ে নবি দিবস পালনের দাবি
জানায় স্থানীয় লোকজন। স্কুল কর্তৃপক্ষ অরাজি হওয়ায় তাদের হুমকি দেওয়া হয়
বলে অভিযোগ। স্কুলের ভিতর ধর্মীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়।
পুলিশ এসে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ফের শিক্ষকদের হুমকি
দেওয়া হয় বলে অভিযোগ।
নিরাপত্তার জেরে স্কুল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অবশেষে আজ
প্রশাসনিক বৈঠকে সেই সিদ্ধান্তই মেনে নেওয়া হয়। স্কুলে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে,
এই শর্তেই শেষ পর্যন্ত রফা হয়। তবে এই সিদ্ধান্তের জেরে বেশ কিছু প্রশ্নের উদ্ভব
হয়েছে। তবে কী এবার থেকে স্কুলে ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি দেওয়া হবে ?
অনেকে বলেছেন, এক্ষেত্রে যুক্তি হতে পারে স্কুলে যদি সরস্বতী পুজো হতে পারে
তাহলে নবি দিবস নয় কেন ? এক্ষেত্রে অপরপক্ষের যুক্তি, স্বরস্বতী পুজো স্কুলে
স্কুলে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। গান-বাজনা-শিক্ষার পরিধির মধ্যে তার বিচরণ।
#মমতার #বাংলায় – স্কুল এখন #ইসলামী জামাত-এর আওতায়!
মমতার বাংলায় স্কুল – স্কুলে যদি সরস্বতী পুজো হতে পারে, তাহলে নবি দিবসই বা পালন হবে না কেন ?
আজকের বৈঠকে যে যুক্তিটি বারবার উঠে আসে – স্কুলে যদি সরস্বতী পুজো হতে পারে,
তাহলে নবি দিবসই বা পালন হবে না কেন ? এর পালটা যুক্তিও ইতিমধ্যেই উঠতে শুরু
করেছে।
#সরস্বতী #বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী
বিপরীত গোষ্ঠীর লোকজন বলছেন – সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী।
স্কুল-কলেজে পুজিত হন বহু বছর ধরে। কিন্তু নতুন করে কোনও ধর্মাচার জোর করে
স্কুল-কলেজে শুরু করলে, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হবে না তো ?
এরকমই একটি মামলায় পুজোর সময় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিল
কলকাতা হাইকোর্ট। দশমীর পরের দিন মহরম ছিল বলে কলকাতা পুলিশ দশমীর
দিন বিকেল ৪টের পর থেকে বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।
সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সেসময়, সরকারি সিদ্ধান্তের
রীতিমতো ভর্ৎসনা করেন। তুলে আনেন এলাহাবাদের তাজিয়া প্রসঙ্গও।
বলেন ভারতের সবচেয়ে বড় তাজিয়া বেরোয় এলাহাবাদে। তারাও দশেরার জন্য
তাজিয়া একদিন পিছিয়ে দিয়েছে। প্রশ্ন তোলেন, এরাজ্যে কেন তাজিয়ার সময়
আগে/পেছনে করা গেল না।
মমতার বাংলায় স্কুল – ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন!
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ইদ পড়লে প্রজাতন্ত্র দিবসের মহড়া ছেড়ে কি
ইদের জন্য ছেড়ে দেওয়া হবে রেড রোড ?” প্রশ্ন তোলেন তা নিয়েও।
এই প্রশ্নেই সরাসরি ইঙ্গিত ছিল তোষণনীতির। রাজনৈতিক মহলের একাংশের
সেই দিকেই ইঙ্গিত এবারের ঘটনাতেও। নতুন করে ধর্মীয় আচার স্কুলে শুরু করে কি
সেই পথেই এগোচ্ছে সরকার ? প্রশ্ন উঠছে তা নিয়েই।
…
মমতার বাংলায়, স্কুল, ইসলামী জামাত, সমাজ বিকাস সংবাদ, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী,
India Development News, Indian Development News, Indian Social News,
India social News, Developmental News, Society News, Amazon Prime News,
व्यापार संवाद, आयुर्वेद संवाद, गैजेट्स संवाद, समाज विकास संवाद,
samaj, samaj vikas, samaj samvad, vikas, vikas samvad, samvad.
সমাজ, সমাজ বিকাশ, সমাজ সংবাদ, বিকাশ, বিকাশ সংবাদ, সংবাদ,
[…] বাংলায় কথা বলেই কি বাঙালী হয়ে উঠতে পারে […]